ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ীতে মাইক্রো বাসের ধাক্কায় একজন নিহত

প্রকাশিত: ২২:২২, ১৪ মার্চ ২০২৩  
যাত্রাবাড়ীতে মাইক্রো বাসের ধাক্কায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় মাইক্রো বাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেনের শ্বশুর আবুল হাশেম সিকদার বলেন, শাহাদাতের বাসা ডেমরা থানার ডগাইর এলাকায়। বিকেলে তিনি যাত্রাবাড়ী শহীদনগর এলাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে মাতুয়াইল মেডিক্যালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে দেখি আমার জামাই আর নেই।

তিনি আরও বলেন, শাহাদাতের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা ছিল। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখর নগর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়