আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজধানীর আজিমপুরে গাড়ির ধাক্কায় সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার (২০) মার্চ সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানোয়ার হোসেনের সহকর্মী জাহিদ হাসান বলেন, নিহত সানোয়ার ও আমি দেওয়ান পরিবহনে দুজনে হেল্পার হিসাবে কাজ করি। আজ সকালে আজিমপুর বাসস্ট্যান্ডে কাজে যোগ দিতে এসে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কা সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামে। তার বাবার নাম আক্কাস আলী।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আজিমপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/ইভা
আরো পড়ুন