ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রোজার প্রথম জুমায় মুসল্লির ঢল, দেশ ও জাতির জন্য দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ মার্চ ২০২৩  
রোজার প্রথম জুমায় মুসল্লির ঢল, দেশ ও জাতির জন্য দোয়া

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লির ঢল

প্রথম রোজা আজ। একই দিকে, আজ রমজান মাসের প্রথম জুমা। রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের প্রায় সব মসজিদে জুমার নামাজে মুসল্লির ঢল নেমেছে। নামাজ শেষে দেশ-জাতিসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার মধ্যেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। নামাজের সময় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের ওপরে-নিচে, উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে, এমনকি মসজিদের বাইরে যে যেখানে পেরেছেন রোদ উপেক্ষা করে নামাজ আদায় করেছেন। বায়তুল মোকাররমে নারী ও শিশু মুসল্লিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করেন খতিব মুফতি রুহুল আমীন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

রাজধানীতে শুধু বায়তুল মোকাররম নয়, হাইকোর্ট মাজার জামে মসজিদ, মহাখালীর মসজিদে গাউছুল আজম, শাহজানপুরের গাউছুল আজম মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে প্রথম জুমায় মুসল্লিদের ঢল নামে।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়