ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্বাধীনতা কীভাবে এলো তা ভুলতে বসেছিল একটা প্রজন্ম: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৩:১১, ২৬ মার্চ ২০২৩
স্বাধীনতা কীভাবে এলো তা ভুলতে বসেছিল একটা প্রজন্ম: আইজিপি

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু কে ছিলেন সেটা ভুলতে বসেছিল একটা প্রজন্ম। সে অবস্থা থেকে দেশ ও জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হচ্ছে।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু কনার স্থাপনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন তারা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে পারবেন। আগামী প্রজন্মের শিশুদের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে। এক্ষেত্রে বঙ্গবন্ধু কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধকে জানার জন্য বিশাল সংগ্রহশালা হয়েছে। 

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়