ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৩:২১, ২৬ মার্চ ২০২৩
স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি

ছবি: আইএসপিআর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৬ মার্চ) ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ভোর ৫টা ৫৪ মিনিটে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। 

আরো পড়ুন:

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়