ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবি মহাদেব সাহা অসুস্থ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৩:০৫, ৩০ মার্চ ২০২৩
কবি মহাদেব সাহা অসুস্থ

কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ। বর্তমানে দুজন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) কবির সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, নানা শারীরিক জটিলতায় তিনি দির্ঘদিন থেকেই ভুগছেন। এর মধ্যে হার্ট এবং লাংয়ের সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। এর মধ্যে মেরুদণ্ডের ব্যথায় কবি শয্যাশায়ী হয়ে পড়েছেন।

আরো পড়ুন:

মেরুদণ্ডের অসুস্থতা পুরনো জানিয়ে কবি বলেন, ‘এ কারণে প্রায় ৪০ বছর আগে আমাকে একবার বহুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। এখন আবার সেই সমস্যা ফিরে এসেছে। একেবারেই চলাফেরা করতে পারি না।’

কবি মহাদেব সাহা শয্যাশায়ী হয়ে পড়ায় পরিচর্যাকারীর তত্ত্বাবধানে তাকে থাকতে হচ্ছে। এভাবে তিনি প্রায় অসহায় অবস্থায় কঠিন দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

মহাদেব সাহা বাংলা ভাষার প্রধান কবিদের একজন। দেশে ও বিদেশে তার অসংখ্য অনুরাগী ও গুণগ্রাহী রয়েছেন। কবি তাদের শুভ কামনা প্রত্যাশা করেন। 

মহাদেব সাহার জন্ম ৫ আগস্ট, ১৯৪৪ সালে। সিরাজগঞ্জের ধানঘড়া গ্রামে। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কারসহ কবি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।  

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়