ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সমাজসেবার জন‌্য মালয়েশিয়ায় সম্মাননা পেলেন লুৎফল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৩১ মার্চ ২০২৩  
সমাজসেবার জন‌্য মালয়েশিয়ায় সম্মাননা পেলেন লুৎফল হক

বাণিজ্যিক সাফল্য ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মালয়েশিয়াতে জোড়া সম্মাননা পেলেন ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হক।

তিনি এর আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নানা সম্মানে ভূষিত হয়েছেন। এবার তার মুকুটে নতুন পালক যুক্ত হলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে লুৎফল হককে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ দেওয়া হয়। পাশাপাশি কমনওয়েলথ ইউনিভার্সিটি তাকে বাণিজ্যিক সাফল্যের জন্য সম্মানিক ডক্টরেট ডিগ্রি দেয়। কমনওয়েলথ ইউনিভার্সিটির পক্ষ থেকে এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. মজলি মালিক। লুৎফল হককে কমনওয়েলথ ইউনিভার্সিটির পক্ষে সম্মানিক ডক্টরেট ডিগ্রি ও ইন্দো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেন মজলি মালিক।

লুৎফল হক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জীবিকা নির্বাহের জন্য তিনি পাথরখনিতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এখন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন দেশজুড়ে।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়