ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে কানাডা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ২২:৩১, ৩১ মার্চ ২০২৩
সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে কানাডা

কানাডার হাউজ অব কমন্স বৃহস্পতিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ্যাক্ট (বিল-২১৪) পাস করেছে। এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

শুক্রবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটির ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

বিলটি পাস হওয়া ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। এই বিলটি স্মরণ করিয়ে দেয় যে, ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়