সেনাপল্লী হাইস্কুলের ২০০৭ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত
সেনাপল্লী হাইস্কুল ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) রাজধানীর কচুক্ষেতে একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও পুনর্মিলনী হয়। এতে সেনাপল্লী হাইস্কুল ২০০৭ ব্যাচের ৩৬ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন।
এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী ইলিয়াস কাঞ্চন মুন্না চিশতী বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুরনো বন্ধুদের একসাথে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুত্বের সৃষ্টি হয় কিন্তু শৈশব থেকেই। যখনই আমি সুযোগ পাই আমরা সবাই একসাথে মিলিত হওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
‘বন্ধুত্ব চিরদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেই এ ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
এ আয়োজন প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, দীর্ঘদিন পর সকল বন্ধুদের সাথে মিলিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ১৬ বছর পর একসাথে সবার সাথে দেখা হয়েছে ; আমরা অনেক স্মৃতিচারণ করেছি, পুরনো দিনের স্মৃতিগুলোকে স্মরণ করেছি। আমরা বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো।
/এসবি/