ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

এসকে রেজা পারভেজ, টোকিও (জাপান) থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৭ এপ্রিল ২০২৩  
জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব এমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন (মিরাইকান) পরিদর্শন করেছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানিয়েছেন, পরিবেশবান্ধব পৃথিবীতে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কীভাবে কার্বন-ডাই- অক্সাইড নির্গমণ, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকাণ্ড মানবজাতি ও এ গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, সে সম্পর্কে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কে তাকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

তারা প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিদিনের সাধারণ প্রশ্ন থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি, বৈশ্বিক পরিবেশ, মহাকাশ অনুসন্ধান এবং জীব বিজ্ঞানের অভিজ্ঞতা লাভ করেন।

প্রদর্শনীগুলো ছাড়াও মিরাইকানের রঙিন লাইনআপের মধ্যে আছে অভিজ্ঞতাভিত্তিক ক্লাস এবং আলোচনা। এই প্রদর্শনীগুলো মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যোগাযোগ উপভোগ করার সুযোগ করে দেয়।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়