ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কাজ না করলে পেট চলে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১ মে ২০২৩  
‘কাজ না করলে পেট চলে না’

‘ঢাকা শহরে এক গ্লাস পানি খাইলে দুই টাকা লাগে। ঘর ভাড়া, ভাতের খরচসহ এই শহরে মেলা টাকা। একদিনও বসে থাকার সময় নাই। তাই আমাগো লাগি মে দিবস না।’

এভাবেই মে দিবস উপলক্ষে নিজের জীবনের গল্প বলছিলেন ময়মনসিংহ থেকে আসা শ্রমিক মো. রেজাউল।

আরো পড়ুন:

সোমবার (১ মে ২০২৩) কাজের সন্ধানে বের হয়ে আসেন ফার্মগেট এলাকায়। এ সময় এই প্রতিবেদকের কাছে তিনি বলছিলেন, ‘আমরা গরীব মানুষ। আমাদের কাজ না করলে পেট চলে না। তাই ঘর থেকে বের হয়ে এসেছি।’

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভাসমান শ্রমিক যাদের বয়স পঞ্চাশের বেশি, তারা বসে আছেন কাজের সন্ধানে। এদের মধ্যে অনেকে প্রতিদিনি ৬০০-৭০০ টাকায় কাজ করেন।

জানা যায়, এদিন বের হওয়া অধিকাংশ শ্রমিক নির্মাণ কাজের রাজ মিস্ত্রির জোগালি হিসেবে কাজ করে থাকেন। এছাড়া মাটির কাজও করেন তারা। তবে প্রতিদিন এখানে ৫০০ জন ভাসমান শ্রমিক আসলেও সবাই কাজ পান না। তাদের মধ্যে শ্রমিক মাত্র ১০০-২০০ জন কাজ পেয়ে হাসিমুখে ফিরলেও বাকি সবাইকে জীবিকা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিরতে হয়ে।

এ সময় এক শ্রমিক বলছিলেন, ‘এখনো কাজ পাইনি। আমাগো জন্য প্রতিদিন মে দিবস। আর আমাগো মে দিবস হইলো টাকা লইয়া ঘরে ফিরা, যাতে বৌ পোলাপাইন ভাত খাইতে পারে। কিন্তু প্রতিদিন কাজ পাই না’।

কারওয়ান বাজারে ইদ্রিস আলী বলছিলেন, ‘মে দিবস বড় লোকগো দিবস। আজ ছুটিতে থাকব, বৌ বাচ্চা নিয়ে ঘুরতে বেরাইব। মে দিবস তো আমাগো লাইগা না। কারণ আমাদের পেটে খিদা। তাই প্রতিদিন পেট দিবস পালন করতে হয়। ’

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়