ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৮ মে ২০২৩   আপডেট: ১৫:০৮, ১৮ মে ২০২৩
সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন

আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসা পর্যন্ত তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ করতে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টায় ফায়ার হাইড্রেন্ট এর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় এ ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছে। পর্যাক্রমে ডিএনসিসির অন্যান্য বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে। যাতে আগুন লাগার সঙ্গে সঙ্গে কমিউনিটির লোকজনই সমন্বিতভাবে সে আগুন নিয়ন্ত্রণ করতে পারেন।

মেয়র আতিক বলেন, ২০২১ সালে সাততলা বস্তিতে যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিসকে সেই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। এখন এ বস্তির ১৭ জন বাসিন্দাকে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ফায়ার হাউড্রেন্টে থাকা পানি দিয়ে টানা ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারবেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করতে পারবে অনায়াসে।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়