ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘যুক্তরাষ্ট্রের ভিসানীতির সঙ্গে গাজীপুর নির্বাচনের সম্পর্ক নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৮ মে ২০২৩   আপডেট: ১৬:২৩, ২৮ মে ২০২৩
‘যুক্তরাষ্ট্রের ভিসানীতির সঙ্গে গাজীপুর নির্বাচনের সম্পর্ক নেই’

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচন পরিচালনার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (২৮ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন কমিশনার। 

এ সময় মো. আলমগীর আরও বলেন, গাজীপুর নির্বাচনের মধ্যে দিয়ে দেশ-বিদেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় কমিশন তার সক্ষমতার প্রমাণ দিয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোনও নির্বাচন নিয়েই কমিশন কোনও চাপে নেই।

গাজীপুর নির্বাচন পরিচালনা-নীতি আগামী সংসদ নির্বাচনে অনুসরণ করা হবে। সেই সাথে আগামী সংসদ নির্বাচন সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়