ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ মে ২০২৩  
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এম আবু ফয়েজকে আহ্বায়ক এবং মো. বিল্লাল হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। মো. রহমত উল্লাহ মিথুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম আহ্বায়ক এবং বাকি ৮৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 

এ আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের এ কমিটিতে রাখতে পেরে খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের দুঃসময়ে আইনজীবী ছাত্র ফোরামের গুরুত্ব বুঝিয়ে আমরা এই কমিটি অনুমোদন করিয়েছি।’

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এম আবু ফয়েজ বলেছেন, ‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজপথে থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য শতভাগ প্রস্তুত আছি।’

সদস্য সচিব বিল্লাল হোসেন বিপ্লব বলেন, ‘পরীক্ষিত কর্মীদের দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি গঠন করা হয়েছে।’

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়