ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি: চিফ হুইপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৮ জুন ২০২৩  
ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি। করোনাকালীন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্ভূত সমস্যাগুলো তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমাধান করা গেছে। ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। সর্বপ্রথম ১৯টি জেলা ও ১০০টি উপজেলায় ডিজিটাল ফোন চালু করা হয়। বর্তমানে সবার হাতে হাতে মোবাইল পৌঁছে দেওয়া হয়েছে। আগামী দিনের উন্নত স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (EDGE) প্রকল্পের উদ্যোগে সংসদ সদস্যদের অংশগ্রহণে ‘স্মার্ট লিডারশিপ ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অনেক দূর এগিয়ে গেছে। তবে মন্ত্রণালয় একা ডিজিটাল বাংলাদেশ গঠন করতে পারবে না। এ জন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা প্রয়োজন। জেলা পর্যায়ে যেমন সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়, সেখানে কম্পিউটার ও ডিজিটাল সামগ্রী বিতরণ করতে হবে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্র আরও বৃদ্ধি করে, জনগণের উন্নয়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশের কোনও বিকল্প নেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি এমপি, অন্যান্য সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন, জাতীয় সংসদ সচিবালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়