ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ঈদের পরের দিনেও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৩০ জুন ২০২৩   আপডেট: ১৭:০৪, ৩০ জুন ২০২৩
ঈদের পরের দিনেও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে মানুষের ভিড়

ঈদের পরের দিনেও ট্রেনে করে ঢাকা ছাড়ছেন অনেকেই। শুক্রবার (৩০ জুন) কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা অগ্রিম টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন কিংবা কর্মস্থল থেকে ছুটি পাননি, তারাই আজ দেশে ফিরছেন। 

দুপুরে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারের সামনে লম্বা সারি। আজ যেসব টিকিট পাওয়া যাচ্ছে, তার সবই স্ট্যান্ডিং টিকিট।

মগবাজারের বাসিন্দা ঝর্ণা আক্তার যাচ্ছেন দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি বলেন, ঢাকায় ব্যবসা করি। ঈদের আগে দেশে যাওয়ার সুযোগ পাইনি। এজন্য আজ যাচ্ছি। 

রিপন হোসেন যাচ্ছেন নোয়াখালীতে। তিনি অ্যাগ্রো ফার্মে চাকরি করেন। তিনি বলেন, সাধারণত কোরবানির ঈদের সময় অ্যাগ্রো ফার্মগুলোতে কাজের চাপ থাকে বেশি। তাই, ঈদের আগে ছুটি পাওয়া যায়নি। ঈদের ছুটি যোগ করা হয়েছে ঈদের পরে। এজন্য আজ বাড়ি যাচ্ছি।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও স্ট্যান্ডিং টিকিট কিনতে পাচ্ছেন।

মাকসুদ/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়