ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৭ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৪ জুলাই ২০২৩   আপডেট: ১৫:২৮, ৪ জুলাই ২০২৩
ঢাকা-১৭ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ ১৭ জুলাইয়ে অনুুষ্ঠিতব্য ভোট সুষ্ঠু, নিরপেক্ষভাবে করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পুলিশ বাহিনীও পক্ষপাতহীন নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শতভাগ নিরপেক্ষ থাকবে বলে নিশ্চয়তা দিয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৪ জুলাই) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন রয়েছে এবং বিভিন্ন এলাকায় আরও ৭৫টি ভোট রয়েছে ১৭ জুলাই। ঢাকা উপ-নির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে। আমাদের বার্তা একটি-সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা। পুলিশ-প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোটে আইনশৃঙ্খলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক বিভিন্ন পক্ষ তাদের মতামত তুলে ধরে।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়