ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এডিসের লার্ভা: পেট্রোবাংলাকে ৫ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১০ জুলাই ২০২৩   আপডেট: ১৪:২৬, ১০ জুলাই ২০২৩
এডিসের লার্ভা: পেট্রোবাংলাকে ৫ লাখ টাকা জরিমানা

পেট্রোবাংলার বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়া যায়

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধনে কার্যক্রমের তৃতীয় দিনের অভিযান চলছে। অভিযানে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সোমবার (১০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার থেকে এ অভিযান শুরু হয়। প্রথমেই ডিএনসিসি মেয়র সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পেট্রোবাংলার বেজমেন্টে প্রবেশ করেন। সেখানে তিনি প্রচুর পরিমাণে এডিসের লার্ভা দেখতে পান। পরে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মাসব্যাপী বিশেষ মশক নিধনে কার্যক্রমে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

অভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, মশক নিধন অভিযানে আমি কোথায় যাব, কাউকে কিছুই জানাব না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে। তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাব। এক্ষেত্রে আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব এবং ব্যবস্থা নেব।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়