ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছরে চার লাখ মেট্রিক টন সুতা আমদানি হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৩  
বছরে চার লাখ মেট্রিক টন সুতা আমদানি হচ্ছে

দেশে চাহিদার তুলনায় বছরে চার লাখ টন সুতার ঘাটতি রয়েছে, যা আমদানি করা হয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

আরো পড়ুন:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমানে দেশের স্থানীয় বাজারে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রয় ৭ বিলিয়ন মিটার। দেশের বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন এবং ডেনিম বস্ত্রের চাহিদা প্রায় ৮ বিলিয়ন মিটার। তারমধ্যে প্রায় ৪ বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং প্রায় ৪ বিলিয়ন মিটার আমদানি করা হয়। তবে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নীট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ মেট্রিক টনের মধ্যে প্রায় ১২ লাখ মেট্রিক টন সুতা দেশে উৎপাদন হয় এবং প্রায় চার লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে যা আমদানি করা হয়।

বস্ত্রমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পোষক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্র শিল্পের নিবন্ধন প্রদান করেছে। পোষক কর্তৃপক্ষ কর্তৃক সেবা সহজীকরনের ফলে শিল্প উদ্যোক্তারা দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রপ্তানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।

সংসদ সদস্য হাজী সেলিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্রকলগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। বিএমটিসি'র নিয়ন্ত্রণে বর্তামনে ২৫টি বস্ত্রকল রয়েছে। এর মধ্যে দুইটি ভাড়া পদ্ধতিতে চালু রয়েছে এবং অবশিষ্ট ২৩টি বস্ত্রকল বন্ধ রয়েছে।

এএএম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়