ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৩  
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় এসে পৌঁছেছেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

আজ রাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে দিল্লি যাবেন।

আরো পড়ুন:

এদিকে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বৈঠকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক সময়ে শেষ করার তাগাদা দেবো। আমাদের কিছু সমস্যা ছিল মাঝখানে এবং এগুলো সমাধান হয়েছে। আমরা তাদের দেশ থেকে সার কিনি এবং এটির আনাগোনা নিয়ে কিছু ঝামেলা আছে। এগুলো নিয়ে আলোচনা হবে।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়