সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
এর আগে, রাত ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, রাত ৯টার পরপরই আমরা খবর পেয়েছি ওই ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।
মাকসুদ/এনএইচ
আরো পড়ুন