ঢাকা ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, গত রাত পৌনে ৮টার দিকে ক্যান্টনমেন্ট রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কাও ওই ব্যক্তি মারা যান। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা/ইভা