দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় মো. শান্ত (২৫) নামের এক বিদ্যুৎ মিস্ত্রি আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন জুবায়ের ও শান্ত। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে জুবায়েরকে মৃত ঘোষণা করেন। মো. শান্ত জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জুবায়ের ও শান্তর সহকর্মী মো. শরিফুল ইসলাম বলেছেন, বিকেলে নয় তলা ভবনের সপ্তম তলায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলায় পড়ে গুরু আহত হন জুবায়ের ও শান্ত। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, জুবায়েরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে। তার বাবার নাম মো. জুয়েল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেছেন, কেরানীগঞ্জের একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন চিকিৎসাধীন। জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে জানানো হয়েছে।
হাসান/রফিক