ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সুবাস্তু নজরভ‍্যালি টাওয়ারের ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ২০:১৭, ৫ অক্টোবর ২০২৩  
সুবাস্তু নজরভ‍্যালি টাওয়ারের ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর গুলশানের শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালির দশ তলা ভবন থেকে পড়ে পান্না আক্তার (১৪) নামে এক গৃহকর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেক নিয়ে আসা কেয়ারটেকার মো. জাকির হোসেন বলেন, নিহত পান্না গত এক তারিখে আমার ম্যাডাম শাহনাজ চৌধুরীর সঙ্গে শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি টাওয়ারে বেড়াতে আসে। আজ বিকেলে টাওয়ারের দশ তলা থেকে পাঁচ তলার ছাদে পড়ে যায়। কিন্তু কীভাবে পড়েছে সেটা আমাদের জানা নেই। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত পান্নার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে চট্টগ্রামে আমার স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়