ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ 

প্রকাশিত: ১১:৩৪, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৫৩, ৮ অক্টোবর ২০২৩
নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাগের চরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। 

রোববার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের আড়াই বছর বয়সী ছেলে কাব্য। 

দগ্ধদের স্বজন আরমান আলি জানান, অরিজিৎ ব্যাংকে চাকরি করেন। আজ ভোরের দিকে তার স্ত্রী দুধ গরম করতে চুলা জ্বালায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে তারা তিন জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জন আমাদের জরুরি বিভাগে আসে। আগুনে অরিজিৎ এর শরীরে ১৪ শতাংশ,  রিংকুর  ৮০ শতাংশ  এবং কাব্যর ২০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। শিশুটি ও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়