ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ২২:৪৩, ৮ অক্টোবর ২০২৩  
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নাগেরচরের একটি বাসায় রোববার (৮ অক্টোবর) ভোরে সিলিন্ডারের লিকেজ থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের একজন সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার ভোর ৪টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ হন অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিঙ্কু (২৮) এবং তাদের সন্তান কাব্য (২)। দ্রুত তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, অরিজিতের শরীরের ১৪ শতাংশ, রিঙ্কুর শতাংশ এবং কাব্যর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। সন্ধ্যায় গৃহবধূ রিঙ্কু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধদের স্বজন আরমান আলি জানিয়েছেন, অরিজিৎ ব্যাংকে চাকরি করেন। রোববার ভোরে রিঙ্কু চুলায় দুধ গরম করতে গেলে রান্নাঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের তিনজনই দগ্ধ হন। আমরা তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়