ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যান্টনমেন্টে গ্যাস লিকেজে দগ্ধ ৫

প্রকাশিত: ১১:১৮, ১০ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:২৩, ১০ অক্টোবর ২০২৩
ক্যান্টনমেন্টে গ্যাস লিকেজে দগ্ধ ৫

রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী নামাপাড়ায় ওয়াসার সঞ্চালন লাইনে কাজ করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন মো. মেহেদী (২৩), মো. জুয়েল(২১), মো.  দেলোয়ার হোসেন (২২), আব্দুল মমিন (২২) এবং মো. সিয়াম। এদের মধ্যে জুয়েল ৫ শতাংশ, দেলোয়ার ৮ শতাংশ, মমিন ২ শতাংশ, সিয়াম ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আজ সকালে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজন শ্রমিক আমাদের এখানে এসেছে। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এ প্রসঙ্গে সুপারভাইজার আনিসুর রহমান বলেন, আমরা সবাই ওয়াসার শ্রমিক। সকালে ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়ার ইউসিবি চত্বরে মাটি খোড়ার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তারা  চিকিৎসাধীন রয়েছেন।

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়