ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালবাগে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৬, ১১ অক্টোবর ২০২৩  
লালবাগে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের কাছে একটি নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আহত হওয়া আলী মিয়া (৭০) নামের এক শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত হন ওই শ্রমিক। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

নিহতের ছেলে সৌরভ বলেছেন, আমার বাবা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলের দিকে ঢাকেশ্বরী মন্দিরের কাছে একটি নির্মাণাধীন ভবনে লিফটের জন্য় রাখা ফাঁকা জায়গা দিয়ে তিনি নিচে পড়েন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সৌরভ জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন মশুরিয়া গ্রামে। তারা কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। নিহত আলী মিয়ার বাবার নাম মৃত গাজী মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেছেন, আলী মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাসান/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়