যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় নিহত ১
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে পিকআপ ভ্যানের ধাক্কায় বেলায়েত হোসেন রানা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাতে বেলায়েত হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাজলা ব্রিজের কাছে একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
নিহতের ভাগিনা মোহাম্মদ রায়হান বলেন, আমার মামা ল্যাবএইডের একজন টেকনিশিয়ান। রাতে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন।
বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামে। তার বাবার নাম নবীউল্লাহ চৌধুরী। তিনি সানারপার ডেমরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা/ইভা