ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১৭:১৪, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:২৪, ১৯ অক্টোবর ২০২৩
রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় মোহাম্মদ রোকন হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন খালাসী জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি স্যানেটারি মিস্ত্রির কাজ করতো। গতকাল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী আকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।

নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার মুদ্রাচর গ্রামে। তিনি মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। বর্তমানে ভাটারার খিলবাড়িরটেক  নামাপাড়া পানির পাম্প এলাকায় থাকতো।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়