ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে ওয়ার্কার্স পার্টির সদস্য সালেহা সুলতানার মৃত্যু

প্রকাশিত: ১৭:৩৭, ২১ অক্টোবর ২০২৩  
ডেঙ্গুতে ওয়ার্কার্স পার্টির সদস্য সালেহা সুলতানার মৃত্যু

সালেহা সুলতানা (সংগৃহীত ছবি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা (৬৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ অক্টোবর) সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কমরেড সালেহা সুলতানা ঢামেকে ভর্তি হন। পরে আজ সকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সালেহা সুলতানার পরিবারের সদস্যরা জানিয়েছেন কমরেড সালেহা সুলতানার মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে নিয়ে যাওয়া হবে।

এদিকে, ঢামেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, ওয়ার্কাস পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসেন, ছাত্রনেতা মাসুম সহ ৪০/৫০ জন নেতাকর্মী তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত রোববার (১৫ অক্টোবর) থেকে তিনি কিডনিজনিত জটিলতা ও ডেঙ্গু সমস্যা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর চক্ষুদান করে গেছেন।

হাসান/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়