ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:১৫, ২৪ অক্টোবর ২০২৩  
রাজধানীতে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারে বৈশাখী হোটেলের সামনের ফুটপাত থেকে আব্দুল বারেক (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম বলেছেন, আমরা খবর পেয়ে মগবাজারের বৈশাখী হোটেলের সামনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই যুবকের জাতীয় পরিচয়পত্র থেকে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তার নাম আব্দুল বারেক। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন সফরভাটা গ্রামের মো. শামসুল আলমের ছেলে। বারেকের পকেটে একটি মুঠোফোন ও ৭০০ টাকা পাওয়া গেছে। আমরা মৃত্যুর কারণ জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়