বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে থেকে এক অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেছেন, আমারা খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাত ওই নারীকে উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় পাওয়া যেতে পারে।
হাসান/রফিক