ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১৯:০২, ২৬ অক্টোবর ২০২৩  
ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর ওয়ারীর জুগিনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াসকরনি খান (২৩) নামে এক বিদ্যুৎ-মিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ভাই আব্দুল বারু খান জানান, ওয়ারী জুগিনগর মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়