রাজধানীর মুগদায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১২, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:২৭, ৩১ অক্টোবর ২০২৩
রাজধানীর মুগদায় বিশ্বরোড থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল মুগদা বিশ্বরোডের রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারি, নিহত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
হাসান/ফয়সাল