ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

প্রকাশিত: ২২:২১, ২ নভেম্বর ২০২৩  
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গাজী রহমান (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজী রহমানকে হাসপাতালে নিয়ে আসার কারারক্ষী কাউসার বলেন, সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী মামলায় তিনি কারাগারে হাজতি হিসাবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাজতির মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্ত সম্পন্ন হবে। ময়না তদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়