ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশিত: ০৯:৪৫, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪৮, ৪ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে আওকাব বাজারের পাশে একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচ জন হলেন, হাসনা ভানু (৫৫), সোনা উদ্দিন (৪৫), ওমর ফারুক (১৮), সাহারা বেগম (২৪), অলী আহমেদ(৬৫)।  

প্রতিবেশী হরমুজ আলী বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আগুন লেগে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে হাসনা ভানুর ৪৬ শতাংশ, সোনা উদ্দিনের ৯০ শতাংশ, ওমর ফারুকের ১৫ শতাংশ,  সাহারা বেগমের ৩০ শতাংশ ও অলী আহমেদের ৫৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। এ কারণে কেউই শঙ্কামুক্ত না।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়