রাজধানীতে শিলের আঘাতে গৃহবধূকে হত্যা
রাজধানীর মাণ্ডায় মসলা বাটার শিল দিয়ে আঘাত করে স্ত্রী পিংকিকে (৩০) খুন করেছেন স্বামী রিয়াজ। রিয়াজকে আটক করেছে মুগদা থানা পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাণ্ডার ঝিলপাড় এলাকায় একটি ছয়তলা ভবনে এ হত্যাকাণ্ড ঘটে। আইনি প্রক্রিয়া শেষে বিকেল পৌনে ৪টার দিকে পিংকির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক মো. আবু সালেহ বলেছেন, আমরা জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে সকালে ঝিলপাড়ের আব্দুল মজিদের বাড়ির ষষ্ঠ তলা থেকে পিংকির মরদেহ উদ্ধার করি। স্বামী রিয়াজের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা ওই বাসায় ভাড়া থাকতেন। পরকীয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে কলহ চলছিল। আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হয়। একপর্যায়ে রিয়াজ রাগাম্বিত হয়ে মসলা বাটার পাথরের শিল দিয়ে তার স্ত্রী পিংকির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমারা রিয়াজকে আটক করি। পিংকির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।
পিংকির বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ নাইটা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
/রফিক/