কল্পনা আক্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকনেতা কল্পনা আক্তার তার ঝুঁকির কথা কখনোই আমাদেরকে জানাননি। তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।
তিনি আরও বলেন, কল্পনা আক্তার এ ধরনের কথা আদৌ বলেছেন কি না, এ বিষয়ে আপনারাও তাকে জিজ্ঞাসা করতে পারেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক নেতা কল্পনা আক্তারের উদাহরণ তুলে ধরে বলেন, আমরা কল্পনা আক্তারের মতো মানুষদের পাশে থাকতে চাই, যিনি বলেন যে, তিনি এখনো জীবিত আছেন, কারণ আমেরিকার দূতাবাস তার পক্ষে কাজ করেছে।
পর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, শ্রম অধিকারবিষয়ক যুক্তরাষ্ট্রের নতুন নীতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেননা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠকে এটি বলেছেন, সেটি ছিল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কনফারেন্স। এ বৈঠকে বাংলাদেশের ইস্যু ছিল না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, নির্বাচনে সবার অংশগ্রহণ সৌন্দর্য বাড়ায়। তবে, একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্রে ও সংবিধানে বিশ্বাস করে না; এরকম কাউকে দিয়ে শুধু লোক দেখানো বা শোভাবর্ধনেরও প্রয়োজন নেই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক না।
কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত নেবেন তাদের কর্তা ব্যক্তিরা। তবে, আমাদের প্রত্যাশা, তারা আসবেন। তাদের লজিস্টিক ও প্রটোকল, যা প্রয়োজন আমরা সেটা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে মনে হয়, এর আগে যারা এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন, তাদের সঙ্গে এই প্রতিনিধিদলের গুণগত মানের ভিন্নতা আছে।
হাসান/রফিক
আরো পড়ুন