ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ১৩:৩৮, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৫, ২৭ নভেম্বর ২০২৩
রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ চার জন হলেন, রফিকুল ইসলাম (১৮), মোজাফফর (২৬), রবিন (১৯), ও সরলাল দাস (৪৫ )।

দগ্ধদের সহকর্মী শফিকুল ইসলাম বলেন, আজ সকালের দিকে তালতলায় নুরানি কনস্ট্রাকশন নামে একটি বিল্ডিংয়ে কেমিক্যালের (তারপিন) ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে আমাদের চার সহকর্মী দগ্ধ হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আগারগাঁও থেকে ৪ জনকে দগ্ধ অবস্থায় শেখ  হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা  হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটের অবজারভেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়