ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৭

প্রকাশিত: ২৩:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৭

রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদের পাশের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ও সন্ধ্যা ৬টার দিকে একই বাসায় রান্নাঘরে দুইবার অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন: মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইশরাত (১৮), সেনিটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজ শেখ (৪৮)।

দগ্ধ আলী আকবর বলেন, পাঁচতলা ভবনের নিচতলায় রান্নাঘরে প্রায় সময়েই গ্যাসের গন্ধ পাওয়া যেত। মঙ্গলবার সকাল ৮টার দিকে রান্নাঘরের পাশে হঠাৎ আগুন ধরে যায়। দগ্ধদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। 

শেখ হসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে মিন্টু হাওলাদারের শরীরের ৪০ শতাংশ পুড়েছে। বাকিদের শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। সবাইকে অবজারভেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়