ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ট্যানারি ব্যবসায়ীদের স্বল্পকালীন পরিবেশ সনদ দেওয়া হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৬ মার্চ ২০২৪   আপডেট: ২০:৫০, ৬ মার্চ ২০২৪
‘ট্যানারি ব্যবসায়ীদের স্বল্পকালীন পরিবেশ সনদ দেওয়া হবে’

চামড়া রপ্তানির স্বার্থে কোরবানি ঈদ পর্যন্ত ট্যানারি শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বল্পকালীন পরিবেশ সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

তবে, কোরবানির পর তারা যদি পরিবেশ মন্ত্রণালয়ের নিয়মের মধ্যে না আসে তাহলে তা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি।  

বুধবার (৬ মার্চ) বিকেলে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও এই ব্যবসাসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান। সেইসাথে কোনও ট্যানারি নিজে বর্জ্য শোধনাগার করতে চাইলে কোনও বাধা নেই বলেও জানান তিনি। 

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে সাভারের চামড়া শিল্প নগরীতে আনা হয় ২০১৭ সালে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত নির্দেশক বাস্তবায়নোপযোগী সিইটিপি কার্যকর না থাকায় সাভারের চামড়া শিল্প নগরীর সংশ্লিষ্ট কালীগঙ্গা ও ইছামতি নদীর পানিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক বিসিক ও ট্যানারি শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

সভায় সালমান এফ রহমান বলেন, কোরবানির বাড়তি চাপ সামলাতে ব্যবসায়ী পরিবেশের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে। তবে সেটা সাময়িক সময়ের জন্য। পরিবেশ, কৃষি ও মানুষের স্বাস্থ্য ঠিক রেখেই এই ছাড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী চামড়াকে বিশেষ খাত হিসেবে দেখেন। তিনি সব সময় এ খাতের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন। তাই এই খাতের উন্নয়নে সবধরনের সহায়তা করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সাময়িক ছাড় দেওয়া হলেও পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের বিষয়ে কঠোর থাকবে সরকার। কোরবানির পর পরিবেশ দূষণকারী কারখানার সনদ বাতিল করা হবে। পরিবেশসহ সমস্যাগুলো জানা হয়েছে। এটার কারণে সব ধরনের যে ক্ষতি হচ্ছে তার সমাধান করতে হবে। স্বল্পকালীন সার্টিফিকেট দেওয়া হবে তবে পরিবেশ ও মানুষের যেন ক্ষতি না হয় সেদিকটা বিবেচনায় রেখে অনুমতি দেওয়া হবে।

মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ট্যানারি শিল্পে যেসব সমস্যা তৈরি হয়েছে তা একদিনে সমাধান সম্ভব নয়। এটাকে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা নিয়ে সংস্কার করা হবে। ট্যানারির সিইটিপি সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়