ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কামরাঙ্গীরচরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১২ এপ্রিল ২০২৪  
কামরাঙ্গীরচরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ঝাউতলার টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজারীবাগ স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুর ও সিদ্দিক বাজার স্টেশনের একটি করে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝাউতলার ওই বস্তিতে নিম্নআয়ের মানুষের বসবাস। আগুন লাগার পরপরই তারা প্রথমে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু, এরইমধ্যে বস্তির বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়