ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৬ জুন ২০২৪  
‘প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও মূলধারায় সম্পৃক্তকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমাদের শুধু আইন প্রণয়ন ও পরিকল্পনায় সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আইনের প্রয়োগ ও বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।

বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর বনানীতে জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনপিআরপিডি, ইউএনউইমেন ও ডব্লিউডিডিএফের যৌথ আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে কীভাবে ইতিবাচক দিকে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য শক্তিশালী ও উপযোগী ডেটাবেজ নিশ্চিত করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বজায় রাখতে শর্তানুসারে সিআরপিডি ও অন্যান্য রিপোর্টগুলো যথাসময়ে প্রেরণ করতে হবে আমাদের। এক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট রয়েছে। এক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য নির্ভর, সমন্বিত ও শক্তিশালী উদ্যোগ প্রয়োজন।

কমিশনের চেয়ারম্যান প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষিত ও সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা সিআরপিডি রিপোর্ট ও প্রতিবন্ধী অধিকারের বিভিন্ন দৃষ্টিকোণ ও প্রায়োগিক দিক আলোচনা করেন।

হাসান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়