ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বহাল থাকছেন সত্যজিৎ কর্মকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৯ জুন ২০২৪  
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বহাল থাকছেন সত্যজিৎ কর্মকার

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বহাল থাকছেন সত্যজিৎ কর্মকার। চাকরির মেয়াদ শেষে এক বছর বাড়িয়ে তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারকে তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, সত্যজিৎ কর্মকার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ২৬ জুলাই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পান। এরপর তাকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। সত্যজিৎ কর্মকার ২০২১ সালের ৯ মে সচিব পদে পদোন্নতি পান।

পরিকল্পনা কমিশনে যোগদানের আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। সত্যজিৎ কর্মকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়