ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০৪ জনকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৩ জুন ২০২৪  
৫০৪ জনকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে

ফাইল ফটো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের আলোকে ৫০৪ জনকে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধে সহায়তাকারী সব নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কার্যক্রম চলমান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের আলোকে ইতোমধ্যে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে ৫০৪ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের নাম গেজেটে প্রকাশিত হয়েছে।

সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব বীর মুক্তিযোদ্ধার নাম এমআইএস ও সমন্বিত তালিকায় রয়েছে, তাদের অনুকূলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ১ লাখ ৯৩ হাজার ৭৮০টি ডিজিটাল সনদ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ লাখ ৮০৫ টি স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রবাসে অবস্থানকারী বীর মুক্তিযোদ্ধারাও রয়েছেন।

তিনি বলেন, এমআইএস ও সমন্বিত তালিকায় যে বীর মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে, কিন্তু এ পর্যন্ত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পাননি, তাদের জন্য ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রস্তুত ও প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়