ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

যেখানে সেখানে কোরবানি নয়: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৫ জুন ২০২৪  
যেখানে সেখানে কোরবানি নয়: প্রধানমন্ত্রী

যেখানে সেখানে কোরবানি করে জায়গা নষ্ট না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের আয়োজনে আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের নামাজের পর সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি অলিতে গলিতে, এমনকি প্রধান সড়কের ওপরও পশু কোরবানি দিতে এবং মাংস কাটতে দেখা যায়। রাস্তায় বেড়ে যায় রক্তমেশা পানি আর বর্জ্যের স্তূপ। এতে পরিবেশ দূষিত হয়।

প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘যেখানে সেখানে কোরবানি করে জায়গা যেনে নষ্ট না হয়, নোংড়া না হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায়, নজর রাখতে হবে।’

পারভেজ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়