ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৪ জুলাই ২০২৪  
তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ফটো)

আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গ্যাস সঙ্কটে গৃহস্থালি কাজে বিঘ্ন এবং শিল্প কারখানায় উৎপাদন কমে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশাবাদী, আগামী ১৫-১৬ তারিখের দিকে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে।’

তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে। ইতোমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।

প্রতিমন্ত্রী জানান, ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্যের মধ্যে বড় ফারাক রয়ে গেছে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়