ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের কল্যাণে ধর্ম নয়, কর্মকে প্রাধান্য দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২১:১৪, ১৫ জুলাই ২০২৪
মানুষের কল্যাণে ধর্ম নয়, কর্মকে প্রাধান্য দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অসাম্প্রদায়িক সংবিধান দিয়েছেন। আমরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবো। 

এ সময় মানুষের কল্যাণে নিজেদের ধর্ম নয়, কর্মকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। 

আজ সোমবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে উল্টোরথ যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি উল্টোরথ যাত্রা উদ্বোধন করেন। 

খাদ্যমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার সাথে মনেপ্রাণে প্রভুকে না ডাকলে শুধু রথের দড়ি ধরে স্বর্গে যাওয়া যাবে না। প্রভু জগন্নাথকে স্মরণ রাখতে হবে, আত্মীয়-স্বজনের খোঁজ নিতে হবে। বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। 

উল্টোরথ যাত্রাকে মিলন মেলা উল্লেখ করে তিনি বলেন, এ মিলন মেলা যেন হারিয়ে না যায়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে অনেকেই অনেক কথা বলেন উল্লেখ করে তিনি বলেন, দেশ বিক্রি করেছেন, এটা করেছেন, ওটা করেছেন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। কিন্তু স্বাধীনতার সময় ভারত বাংলাদেশের জন্য যা করেছে বাঙালি জাতি হিসেবে তা স্মরণ করে যেতে হবে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকলে উভয়ের লাভ হয় বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। 

তিনি আরো বলেন, স্বাধীনতার বিরোধিতাকারীরাই এখন ভারত বিরোধিতা করছে। তারাই সন্ত্রাসী ও মৌলবাদীদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমরা এটা হতে দিতে পারি না। 

পরে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয় উল্টোরথ যাত্রা। 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবগুলোর অন্যতম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতনীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। এই বিশ্বাসে প্রতি বছর পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

আসাদ/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়