ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৪:১৭, ২৪ জুলাই ২০২৪
বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি

বাংলাদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের খবরটি সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশিদের জন্য দেশটি ভিসা বন্ধ করেনি। 

বুধবার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে মন্ত্রণালয় নিশ্চিত হয়েছে। দূতাবাস থেকে ভিসা বন্ধের কোনো তথ্য জানা যায়নি। 

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে। দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটি ভিসা বন্ধ করেছে।

ঢাকা/হাসান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়